চুল পড়া দূর করতে কিছু ভাল টিপস

Monday, August 11, 20140 comments

টিপস:
১. পাকা অথবা শুকনো আমলকীর চূর্ণকে নারকেলের তেলে ভালো করে মিশিয়ে নিনি। এবার ওই তেল মালিশ করুন। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন। 



২. শুকনো আমলকী সুপারির মতো চিবিয়ে খেলে টাক সমস্যার সমাধান হয়।

৩. বেদানার দানা, পাতা এবং খোসা এক সাথে বেটে নিন। এবার এতে সরিষার তেল দিয়ে হালকা আঁচে গরম করুন। গরম করে তা ছেকে বোতলে রেখে দিন। প্রতিদিন ২-৩ বার এই তেল মাথায় লাগালে টাক দূর হয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে।

৪. সবুজ ধনে পাতার রস নিয়মিত চুলের গোড়ায় লাগালে চুল মোলায়েম
হয়, কালো হয়, চলপড়া বন্ধ হয়, ঢাকে নতুন চুল গজায়।

Sources: Online News
Share this article :

Post a Comment

 
Support : Creative House | Copyright © 2014. Total World 2 - All Rights Reserved
Template Created by Creative House Published by Helper Logger 2
Proudly powered by Blogger