Android এবং iPhone এর ইন্টারনেট খরচ কমাতে কিছু টিপস

Monday, August 11, 20140 comments

ইন্টারনেট খরচ কমাতে কিছু টিপস


Reduce Cost, Internet, Android and iphoneআপনার প্রয়োজন সনাক্ত করুনঃ ডাটা প্যাকেজ নেয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে কি পরিমাণ ডাটা আপনার দরকার! আপনি কি Wi-Fi সংযোগ ব্যবহারের সুযোগ পাচ্ছেন এবং যখন Wi-Fi থাকেনা তখন কেবল মোবাইল ডাটা প্ল্যান ব্যবহার করবেন? আপনার যদি Wi-Fi সংযোগের কোন সুযোগ না থাকে তবে অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় ডাটা প্ল্যান নিবেন কিন্তু আপনার বাসা কিংবা অফিসে যদি Wi-Fi ব্যবহারের সুযোগ থাকে এবং বাসা বা অফিসের বাইরে খুব সামান্য আপনাকে ইন্টারনেট ব্যবহার করা লাগে তবে অবশ্যই আপনাকে কম পরিমানের ইন্টারনেট ডাটা প্যাকেজ নিতে হবে
খেয়াল রাখুন কি পরিমাণ ডাটা ব্যবহার করছেনঃ আপনাকে অবশ্যই আপনার ব্যবহারিত ডাটা এবং অবশিষ্ট ডাটা এর বিষয়ে একটি পরিষ্কার হিসেব রাখতে হবেআপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনার নির্দিষ্ট পরিমাণ ডাটা ব্যবহারের ক্ষেত্রেএক্ষেত্রে আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণ ব্যবহারের পর নোটিফিকেশান ব্যবস্থা ব্যবহার করতে পারেনআপনি যদি Android ৪.০ এর উপরের কোন ভার্সন ব্যবহার করেন তবে খুব সহজেই এটা করে নিতে পারবেনপ্রথমে সেটিংস>Wireless & Networks > Data usage এখানে গিয়ে আপনি আপনার নির্দিষ্ট পরিমাণ ডাটা ব্যবহারের উপর নোটিফিকেশান ঠিক করে রাখতে পারেন
iPhone এর iOS7 ব্যবহারকারীদের জন্য Settings > Cellular > Cellular Data Usage
iPhone এর iOS6 ব্যবহারকারীদের জন্য Settings > General > Usage > Cellular Usage.
সব সময় Wi-Fi সংযোগে থাকাঃ আপনি যখনই পারবেন Wi-Fi সংযোগে থাকুন, Wi-Fi সংযোগে থাকলে আপনার জন্য একে ডাটা সাশ্রয় হবে একই সাথে আপনি পাবেন অনেক দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুযোগআপনি Wi-Fi Finder নামের এই অ্যাপ দিয়ে খুব সহজেই জেনে নিতে পারবেন কোথায় কোথায় ফ্রি Wi-Fi রয়েছে!

ডাটা সাশ্রয়ী ব্রাউজার ব্যবহারঃ অনেক ব্রাউজার রয়েছে যা অতিরিক্ত ডাটা খরচ করে সুতরাং ডাটা কম লাগে এমন ব্রাউজার ব্যবহার করুনআপনি Android ব্যবহারকারী হলে Opera Mini for Android এবং iPhone ব্যবহারকারী হলে iOS counterpart ডাউনলোড করে নিতে পারেন
background ডাটা ব্যবহারঃ আপনার অজান্তেই আপনার স্মার্টফোনে চলতে থাকে নানান সফটওয়্যার আপডেট প্রক্রিয়াফলে এতে আপনার প্যাকেজ ডাটা প্লেনের অনেক ডাটাই হাওয়া হয়ে যায়কিছু কিছু অ্যাপ রয়েছে যা নিজে থেকে বিভিন্ন আপডেট খুঁজতে থাকে নেটে এতে আপনার নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ থেকে ডাটা ব্যবহৃত হয়! সুতরাং ভালো করে খেয়াল করে দেখুন এমন কোন অপ্রয়োজনীয় অ্যাপ কি background এ চলছে কিনা যদি চলে তা বন্ধ করে দিন
আপনি Android ব্যবহারকারী হলে Settings > Wireless & Networks > Data usage এ গিয়ে টার্ন অফ করে দিতে পারেন, আর iPhone ব্যবহারকারী হলে Settings > Notifications এ যান
Sources: Online News
Share this article :

Post a Comment

 
Support : Creative House | Copyright © 2014. Total World 2 - All Rights Reserved
Template Created by Creative House Published by Helper Logger 2
Proudly powered by Blogger