শাকিব খানের দুঃখ প্রকাশ

Wednesday, July 9, 20140 comments

ভুল বোঝাবুঝি

গত ৬ জুলাই বাংলাদেশ প্রতিদিনের শোবিজ বিভাগে অভিনেতা শাকিব খানের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়। সাক্ষাৎকারে চলচ্চিত্রকার অনন্ত জলিলকে নিয়ে দেওয়া প্রশ্নের উত্তর নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ায় মূল বক্তব্য তুলে ধরেছেন শাকিব খান এবং এতে অনন্ত আঘাত পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শাকিব বলেন, আমি বোঝাতে চেয়েছি বিশ্বের সব ফিল্ম ইন্ডাষ্ট্রিতে কিছু চলচ্চিত্রকার আছেন যারা ইমোশোনালি অনেক বড় বড় স্বপ্ন দেখেন যা বাস্তবায়ন সম্ভব নয়। এগুলোকে অনেকে পাগলের প্রলাপ বলেন। অনন্ত আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন সত্য, কিন্তু তিনিও আবেগের বশে হলিউড-বলিউডের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চান এবং অনেক বিষয়ে চ্যালেঞ্জ দিয়ে বসেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কয়েকশ কোটি টাকার বাজেটের সঙ্গে আমাদের দু-তিন কোটি টাকার বাজেটের তুলনা চলে না। এখন আমি নিজেও এমন স্বপ্ন দেখতে গেলে মানূষের কাছে হাসির পাত্রে পরিণত হব। এই কথাটি সংক্ষেপে বলতে গিয়ে এর নেতিবাচক অর্থ দাঁড়িয়েছে। শাকিব খান বলেন, আমি আজ পর্যন্ত কোনো শিল্পীকে আঘাত করে কথা বলিনি বা আচরণ করিনি। অনন্তকেও আঘাত দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তাকে পাগল বলিনি বা বলতে চাইনি। সংক্ষেপে বলতে গিয়ে বড় স্বপ্ন দেখাকে পাগলের প্রলাপ বলার সময় শেষ অংশে পাগল হয়ে গেছে। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি তার কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই চাই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে চলচ্চিত্রের উন্নয়নে একযোগে কাজ করতে।
Sources: Online News
See more at:
http://www.bd-pratidin.com/2014/07/09/16331#sthash.p2F4RKr8.dpuf


ছো

টবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। কিন্তু আমার পরিবারের সবাই ব্রাজিল ভক্ত। আর তাই খেলা দেখার সময় বেশ অসহায় লাগে। আব্বু-আম্মু থেকে শুরু করে বাড়ির সবাই আমাকে নাজেহাল করে ছাড়েন। এরই মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে বাজি ধরে এক লাখ টাকা হেরেছি। বাজি ধরি দুই গোলের আর ওরা দেয় এক গোল! ফলে দল জিতলে আমি হেরে যাই। তাই আর্জেন্টিনার জেতার আনন্দের সঙ্গে মেশে আমার বাজি হারার কষ্ট। আমি নিশ্চিত, সেমিফাইনাল ও ফাইনালে আর সেই কষ্ট থাকবে না।
আমি বরাবরই ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার ভক্ত হলেও আমি চাই ব্রাজিলও এবার ফাইনালে খেলুক। তাহলেই খেলাটা জমবে।
এরই মধ্যে আর্জেন্টিনা তাদের ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। প্রথম দিনের খেলা থেকে এখন পর্যন্ত দলের টিমওয়ার্ক ভালো হচ্ছে। দারুণ খেলছেন মেসিসহ দলের সবাই। তাই এবার আরো একটা বাজি ধরতে যাচ্ছি বন্ধুবান্ধবের সঙ্গে। যারা ব্রাজিলের ভক্ত তাদের সঙ্গে। বলে দিয়েছি এবার কাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে। ওরা এ কথা মানতে রাজি নয়। বলেছে বাজি ধরতে। ভাবছি ফাইনালের দিন শেষ ঝুঁকিটা নেব। আর যদি বাজিতে জিতে যাই তাহলে পুরো টাকা দিয়ে একটি পার্টি দেব। ইনশা আল্লাহ্, আমরা জিতবই।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/rangberang/2014/07/09/105041#sthash.Jubn652X.dpuf
ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। কিন্তু আমার পরিবারের সবাই ব্রাজিল ভক্ত। আর তাই খেলা দেখার সময় বেশ অসহায় লাগে। আব্বু-আম্মু থেকে শুরু করে বাড়ির সবাই আমাকে নাজেহাল করে ছাড়েন। এরই মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে বাজি ধরে এক লাখ টাকা হেরেছি। বাজি ধরি দুই গোলের আর ওরা দেয় এক গোল! ফলে দল জিতলে আমি হেরে যাই। তাই আর্জেন্টিনার জেতার আনন্দের সঙ্গে মেশে আমার বাজি হারার কষ্ট। আমি নিশ্চিত, সেমিফাইনাল ও ফাইনালে আর সেই কষ্ট থাকবে না।
আমি বরাবরই ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার ভক্ত হলেও আমি চাই ব্রাজিলও এবার ফাইনালে খেলুক। তাহলেই খেলাটা জমবে।
এরই মধ্যে আর্জেন্টিনা তাদের ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। প্রথম দিনের খেলা থেকে এখন পর্যন্ত দলের টিমওয়ার্ক ভালো হচ্ছে। দারুণ খেলছেন মেসিসহ দলের সবাই। তাই এবার আরো একটা বাজি ধরতে যাচ্ছি বন্ধুবান্ধবের সঙ্গে। যারা ব্রাজিলের ভক্ত তাদের সঙ্গে। বলে দিয়েছি এবার কাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে। ওরা এ কথা মানতে রাজি নয়। বলেছে বাজি ধরতে। ভাবছি ফাইনালের দিন শেষ ঝুঁকিটা নেব। আর যদি বাজিতে জিতে যাই তাহলে পুরো টাকা দিয়ে একটি পার্টি দেব। ইনশা আল্লাহ্, আমরা জিতবই।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/rangberang/2014/07/09/105041#sthash.Jubn652X.dpuf
Share this article :

Post a Comment

 
Support : Creative House | Copyright © 2014. Total World 2 - All Rights Reserved
Template Created by Creative House Published by Helper Logger 2
Proudly powered by Blogger