ইসরাইল বিরোধী লড়াইয়ে ফিলিস্তিনের পাশে থাকব: হিজবুল্লাহ

Sunday, July 6, 20140 comments

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে

ইসরাইল বিরোধী লড়াইয়ে তারা ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে। ইসরাইলের চলমান বর্বরতার মধ্যে ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে সংগঠনটি ব্যাপক প্রচারণার আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের লড়াইয়ে আরব দেশগুলোকে পাশে থাকার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “আমরা অবশ্যই ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াব এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং ইহুদিবাদের বিপদ থেকে মুক্ত হতে সব ধরনের সমর্থন দেব।”
পবিত্র আল-কুদস শহর, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতার বিষয়ে নীরব থাকার ঘটনায় হিজবুল্লাহ আরব
দেশগুলো ও আন্তর্জাতিক সমাজের ব্যাপক
সমালোচনা করেছে এ বিবৃতিতে। চলতি সপ্তাহে ইসরাইলি অপরাধযজ্ঞের শিকার হয়ে ফিলিস্তিনের এক কিশোর শহীদ হওয়ার পর হিজবুল্লাহ এ বিবৃতি দিল।
ময়না তদন্তে দেখা গেছে- মুহাম্মাদ আবু খাদেইর নামে ওই কিশোরকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে।
।খোলা সড়কে নকল মেরুদণ্ডের হাড় দেখিয়ে নেইমারকে বিদ্রুপ করেছে কিছু আর্জেন্টাইন সমর্থক। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠায়  এভাবেই উৎসব করে তারা।

তবে আর্জেন্টাইন সমর্থকদের এই হৃদয়হীন কাণ্ডটি উপেক্ষা করেছেন দলের কোচ আলেজান্দ্রো সাবেলা। মেরুদণ্ডের হাড়ে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়ায় গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

সাবেলা বলেছেন, যখন কোনো দল এরকম অপরিহার্য একজন খেলোয়াড় হারায়, তখন মনে হয় ফুটবল নিজেই অশ্রু বর্ষণ করে।

কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার বাজে ফাউলের শিকার হয়ে মেরুদণ্ডে আঘাত পান নেইমার। আঘাত এমন গুরুতর যে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন এই সুপারস্টার। - See more at: http://www.mtnews24.com/details.php?id=18501&page=3#sthash.dlFq6omY.dpuf
খোলা সড়কে নকল মেরুদণ্ডের হাড় দেখিয়ে নেইমারকে বিদ্রুপ করেছে কিছু আর্জেন্টাইন সমর্থক। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠায়  এভাবেই উৎসব করে তারা।

তবে আর্জেন্টাইন সমর্থকদের এই হৃদয়হীন কাণ্ডটি উপেক্ষা করেছেন দলের কোচ আলেজান্দ্রো সাবেলা। মেরুদণ্ডের হাড়ে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়ায় গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

সাবেলা বলেছেন, যখন কোনো দল এরকম অপরিহার্য একজন খেলোয়াড় হারায়, তখন মনে হয় ফুটবল নিজেই অশ্রু বর্ষণ করে।

কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার বাজে ফাউলের শিকার হয়ে মেরুদণ্ডে আঘাত পান নেইমার। আঘাত এমন গুরুতর যে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন এই সুপারস্টার। - See more at: http://www.mtnews24.com/details.php?id=18501&page=3#sthash.dlFq6omY.dpuf
খোলা সড়কে নকল মেরুদণ্ডের হাড় দেখিয়ে নেইমারকে বিদ্রুপ করেছে কিছু আর্জেন্টাইন সমর্থক। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠায়  এভাবেই উৎসব করে তারা।

তবে আর্জেন্টাইন সমর্থকদের এই হৃদয়হীন কাণ্ডটি উপেক্ষা করেছেন দলের কোচ আলেজান্দ্রো সাবেলা। মেরুদণ্ডের হাড়ে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়ায় গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

সাবেলা বলেছেন, যখন কোনো দল এরকম অপরিহার্য একজন খেলোয়াড় হারায়, তখন মনে হয় ফুটবল নিজেই অশ্রু বর্ষণ করে।

কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার বাজে ফাউলের শিকার হয়ে মেরুদণ্ডে আঘাত পান নেইমার। আঘাত এমন গুরুতর যে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন এই সুপারস্টার। - See more at: http://www.mtnews24.com/details.php?id=18501&page=3#sthash.dlFq6omY.dpuf
Share this article :

Post a Comment

 
Support : Creative House | Copyright © 2014. Total World 2 - All Rights Reserved
Template Created by Creative House Published by Helper Logger 2
Proudly powered by Blogger